মেহেরপুরে ছাত্রকে মারপিটের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে
 
						মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৮
-(83)-68e6335a85d3b.jpg) 
					ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনীতে কবুতর চুরির অপবাদ দিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ্এক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে ।
আহত শিক্ষার্থীর নাম জুনায়েদ আহমেদ (১৪)। তিনি উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের ফজলুল উলুম কওমি মাদ্রাসার হেফজ নাজেরা বিভাগের ছাত্র।
অভিযোগ রয়েছে, মাদ্রাসার শিক্ষক জুবায়ের আহমেদ ছড়ি দিয়ে জুনায়েদকে দফায় দফায় পেটান। এতে তার পিঠে, পায়ে ও হাতে আঘাতের চিহ্ন তৈরি হয়। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ বলেন, ‘শিশুটির শরীরে জখম ও নীলাফোলা দাগ রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।’
জুনায়েদ জানান, পরীক্ষার পর তার দুই বন্ধু তাকে দুটি কবুতর দেয়। পরে সেগুলো বাড়িতে রেখে আসেন। এ ঘটনায় শিক্ষক জুবায়ের আহমেদ তাকে কবুতর চুরির অভিযোগে পেটান। নির্যাতনের পর তাকে চিকিৎসা না দিয়ে ঘরে আটকে রাখা হয়।
এ ঘটনার খবর পেয়ে জুনায়েদের মা রিমা খাতুন বুধবার সকালে মাদ্রাসায় গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি গাংনী থানায় শিক্ষক জুবায়ের আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
- আকতার/এমআই


 
			