ছবি : সংগৃহীত
পাবনা শহরের হামিদ সড়কের একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) সকালে হোটেল নিউ রয়েল প্যালেসের ২০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ওই কক্ষে ওঠেন বলে নিশ্চিত করেছে হোটেল কর্তৃপক্ষ।
নিহত স্বাধীন সরকার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গজাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্বাধীন সরকার ওই হোটেলে অবস্থান করেন। সকালে রুম বয় রাহাত ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু রায়হান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘কি কারণে স্বাধীন আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই হয়ত আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’
- শফিক আল কামাল/এমআই

