Logo

সারাদেশ

কালিয়াকৈরে ৮৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:২৯

কালিয়াকৈরে ৮৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে ৮৪৫ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রানা মিয়া ওই এলাকার বাসিন্দা তাইজুদ্দিন আহমেদের ছেলে। 

এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও একাধিকবার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘গ্রেপ্তার রানা মিয়ার কাছ থেকে ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

  • মো. দেলোয়ার হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর