ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
 
						ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৪২
-(91)-68e64e0e8e256.jpg) 
					ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের গোয়ালপাড়া নামক স্থানে তুচ্ছ ঘটনার জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও তার ছেলে ছেলে ইজাজুল হক (২৪০) জাহাঙ্গীর হোসেন এলাকায় ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং ছেলে ইজাজুল গোয়ালপাড়া বাজারের ফুটপাথে ঝালমুড়ি বিক্রি করে। অভিযুক্ত শিমুল পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভুক্তভোগী জাহাঙ্গীর ভ্যান নিয়ে গোয়ালপাড়া বাজারে বসে ছিল। সে সময় এশার আযান দিলে নামাজে যাবার জন্য প্রস্তুতি নেন তিনি। একই সময় অভিযুক্ত শিমুল এসে তার নিজ গ্রাম ঘোড়ামারায় যেতে চায়। কিন্তু ভ্যানচালক জাহাঙ্গীর নামাজ পড়বে বলে যেতে রাজি না হলে শিমুলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিমুলের কাছে থাকা দা দিয়ে এলোপাতাড়ি তাকে কোপাতে থাকে। এমন সময় ছেলে ঝালমুড়ি বিক্রেতা ইজাজুল বাবাকে বাঁচাতে ছুটে আসলে শিমুল তার ঘাড়ে কোপ বসিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত শিমুল পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেফতাহুল জান্নাত বলেন, ‘আমরা গুরুতর অবস্থায় পেয়ে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দিয়েছি। তবে আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় আসামিকে ধরতে আমাদের পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন।’
- এম বুরহান উদ্দীন/এমআই


 
			