সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় আসামি ২৫০

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৫৭
-(92)-68e651abd6791.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দখল ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। এতে প্রায় আড়াইশ’ জনকে আসামি করা হয়েছে।
শুক্র (৩ অক্টোবর) ও শনিবার (৪ অক্টোবর) টানা সংঘর্ষে খলিলুর রহমান কালু (২৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এসময় ১৬ জন গুলিবিদ্ধ ও বহুজন আহত হন। সাংবাদিক হোসাইন জিহাদ ও পারভেজও গুরুতর আহত হন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) জানান, মামলা তিনটির মধ্যে দুটি করেছেন মো. ফারুক এবং একটি করেছেন নিহত খলিলুর রহমানের বাবা মো. অলি রহমান। মামলাগুলোতে রোকন উদ্দিন মেম্বার, জাবেদ ও ইয়াছিন বাহিনীর ইয়াছিনসহ প্রায় ২৫০ জনের নাম উল্লেখ বা অজ্ঞাত আসামি করা হয়েছে।
ঘটনার পর সেনা, উক্ত এলাকায় পুলিশ ও আনসার মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আসামি ধরতে অভিযান চলছে।
স্থানীয়দের দাবি, সরকারি খাস জমি নিয়ন্ত্রণে নিয়ে ভূমিহীনদের মধ্যে বণ্টন করলে এ ধরনের সংঘর্ষ বন্ধ হবে।
- মোহাম্মদ জামশেদ আলম/এমআই