Logo

সারাদেশ

কুমিল্লায় ভেজাল সার বিক্রির দায়ে ডিলারের জরিমানা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৮

কুমিল্লায় ভেজাল সার বিক্রির দায়ে ডিলারের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার এলাকায় ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) দুপুরে অভিযানটি পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযানে ‘আয়েশা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ১৯ বস্তা (৫০ কেজি করে) ভেজাল সার জব্দ করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা করে ভেজাল সার বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবীর খানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর