Logo

সারাদেশ

কক্সবাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

কক্সবাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়ায় র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর আয়োজনে ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে চকরিয়ায় মাদকবিরোধী জনসচেনতনতামূলক মতবিনিময় এবং বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার কাকারা রুদ্রপল্লী সর্বজনীন কালী মন্দির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সর্বসাধারণের অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক ধনঞ্জয় দেবনাথ, এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান স্কোয়াড কমান্ডার সিপিএসসি।

কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মঈন উদ্দিন রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডুলাহাজারা কলেজের অধ্যাপক কৃষ্ণ কান্তি দে, কক্সবাজার নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা এম আলা উদ্দিন ইমামী, কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আসিফা জান্নাত এবং শিক্ষার্থী তাপস দেব। 

এছাড়া সভায় বক্তব্য রাখেন মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা কাকারা ৫নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আলম। 

সভায় স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাঈদ হাসান, ইমরানুল ইসলাম আলভী, ফুরকানুল ইসলাম ও জিনিয়া। 

বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবলে সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ–তরুণী, কিশোর–কিশোরী ও বিভিন্ন বয়সের মানুষ। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদার করতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, তবুও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। 

এসময় স্থানীয় দুই শতাধিক জনসাধারণকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ১৫ এর মেজর মো. ফারহান উজ জামান এএমসি।

অনুষ্ঠান শেষে শিশু-কিশোর, যুবক ও বৃদ্ধদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া সামগ্রী তুলে দেন র‍্যাব কর্মকর্তা মেজর এহতেশামুল হক খান।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর