Logo

সারাদেশ

অনিয়মের অভিযোগে ভূঞাপুরে স্বাস্থ্য কর্মকর্তার বদলি

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:০৭

অনিয়মের অভিযোগে ভূঞাপুরে স্বাস্থ্য কর্মকর্তার বদলি

ডা. আব্দুস সোবাহানের ছবি : সংগৃহীত





বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আব্দুস সোবহানকে পদাবনতি (ডিমোশন) দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে গত ৬ অক্টোবর এ নির্দেশনা জারি করা হয়।

ডা. আব্দুস সোবহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে-মসজিদের টাকা আত্মসাৎ, সহকর্মী চিকিৎসক ও স্টাফদের সঙ্গে অসদাচরণ, ভাতা ও প্রাপ্য টাকা না দেওয়া, উৎকোচ নেওয়া এবং রোগীদের নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • আব্দুল লতিফ তালুকদার/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর