আলফাডাঙ্গায় বিএনপির সাবেক আহ্বায়ক-সচিবের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:২৬
-(98)-68e66675d7bd9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারে বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করে খোশবুর রহমান খোকন বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী শাসনামলে সাবেক উপসচিব হেমায়েত হোসেন ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের পরিচয় বহন করে থানার দালালি, সালিশ-বাণিজ্য ছিল বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর নিত্য নৈমিত্তিক ঘটনা। ৫ আগস্টের পরে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু হয়ে ওঠেন আরও বেপরোয়া।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার পতনের পর আব্বাস ও খসরু আলফাডাঙ্গা থানাকে তাদের অঘোষিত বাড়ি হিসেবে ব্যবহার করতে থাকেন। থানায় কেউ সেবাগ্রহণ করতে আসলে নুরুজ্জামান খসরুর থানার সামনে বিছানো জালে আটকা পড়েন। আর থানায় সেবা নিতে আসা ব্যক্তিকে অনৈতিক সুবিধা পাইয়ে দিতে গ্রহণ করেন মোটা অঙ্কের টাকা।’
খোশবুর রহমান খোকন সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলের নেতাকর্মীদের চাঁদাবাজি ও সালিশ বন্ধের নির্দেশ দিলেও সে নির্দেশনা না মেনে তারা তাদের অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।’
এসময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আব্দুল মান্নান মিয়া আব্বাস ও নুরুজ্জামান খসরুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডকে অনুরোধ জানান তিনি।
এ অভিযোগ সম্পর্কে জানতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, 'খোশবুর রহমান খোকনের অপকর্ম নিয়ে আমরা আগে সংবাদ সম্মেলন করেছি। এখন তার সেই অপকর্ম ঢাকতে আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার করছে।'
- মিয়া রাকিবুল/এমআই