Logo

সারাদেশ

মাগুরায় ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশু পাবে টাইফয়েডের টিকা

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫০

মাগুরায় ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশু পাবে টাইফয়েডের টিকা

ছবি : বাংলাদেশের খবর

মাগুরা জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশু বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে। বুধবার (৮ অক্টোবর ) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েড টিকাদান কর্মসূচি। যদিও কর্মসূচির সময় এক মাস, তবে মোট ১৮ কর্মদিবস কার্যক্রম চলবে। এর মধ্যে ১০ দিন টিকা দেওয়া হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাকি ৮ দিন কমিউনিটি পর্যায়ে। ২ লাখেরও বেশি শিশুর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৫৫০ জন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ৭৫ হাজার ৩২৬ জন কমিউনিটিতে টিকা পাবে।

কর্মসূচির শুরুতে টাইফয়েড রোগের ভয়াবহতা ও টিকার প্রয়োজনীয়তা তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির । উপস্থিত ছিলেন- যমুনা টিভির প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বল, যুগান্তরের প্রতিনিধি আবু বাশার আখন্দ, বাসসের প্রতিনিধি আব্দুল আজিজ প্রমুখ।

সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। আগামী ১২ অক্টোবর দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় মাগুরায় মোট ২ লক্ষ ৪৭ হাজার ৮৭৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও পরীক্ষিত, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুরা যেন এই টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। 

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান। এ সময় জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • তাছিন জামান/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর