Logo

সারাদেশ

কুমিল্লায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ১০ লাখ টাকা জরিমানা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৪

কুমিল্লায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ১০ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে ১০ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি গোমতী নদীর পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

 জানা যায়, এলজিইডির নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং গোলাবাড়ি ব্রিজ নির্মাণের সুযোগে নদীর চর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ধারা ৪-এ অপরাধ প্রমাণিত হওয়ায় এবং ধারা ১৫(১) অনুযায়ী দশ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড কার্যকর করা হয় প্রতিষ্ঠানটির সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলাম এর বিরুদ্ধে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

  • সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর