
ছবি : বাংলাদেশের খবর
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় চাঞ্চল্যকর মমতাজ বেগম হত্যা মামলার রহস্য তিন দিনের মধ্যেই উদ্ঘাটন করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সরদারপাড়ার শহিনুজ্জামান শাহিনের মেয়ে ফাউজিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই শামীম ও এএসআই রাজিবের নেতৃত্বে বুধবার রাতে নাটোরের হরিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফাউজিয়া ও তার কথিত স্বামী মিনারুলকে গ্রেপ্তার করা হয়। গহনা বিক্রির টাকায় নতুন পোশাক কিনে পালিয়ে যাচ্ছিল তারা।
পুলিশ জানায়, তিন ভরি গহনার লোভে গত রোববার রাতে ফাঁকা বাড়িতে একা পেয়ে ফাউজিয়া তার নানি মমতাজ বেগমকে নির্মমভাবে হত্যা করে। পরে গহনা বিক্রি করে পালানোর পরিকল্পনা নেয় সে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় খুব অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। হত্যার মূল হোতা ফাউজিয়া ও তার সহযোগী মিনারুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকার প্রয়াত প্রকৌশলী এস এম শফিউল্লাহর স্ত্রীকে নিজ ঘরে হত্যা করে স্বর্ণালংকার লুট করা হয়েছিল।
নাজমুল হাসান/এমবি