Logo

সারাদেশ

গৌরনদীতে হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষ, আহত ৭

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৬:৪২

গৌরনদীতে হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষ, আহত ৭

বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালে সংঘর্ষ চলাকালীন পুরো জরুরি বিভাগে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় প্রায় আধা ঘণ্টা চিকিৎসা সেবা বন্ধ থাকে। এতে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন, মৃত রোগী হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত হাফিজুর রহমান (৬০) উপজেলার দিয়াশুর গ্রামের নুর মোহাম্মদ আকনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল কম্পাউন্ডে যত্রতত্রভাবে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করার কারণে আগত রোগী ও তাদের স্বজনদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সদ্য যোগদান করা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তিনটি করে বেসরকারি অ্যাম্বুলেন্স কম্পাউন্ডে রাখার নির্দেশ দিয়েছেন। অন্যসব অ্যাম্বুলেন্স হাসপাতালের বাইরে রাখতে বলেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক জাবেদ সেলিম ও জামাল সিকদারের মধ্যে বাগবিতণ্ডা ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয়। এ সময় উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আহত জাবেদ সেলিমের ভাই সালাম বেপারী জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশ অন্যসব অ্যাম্বুলেন্স চালকদের জানালে পরিকল্পিতভাবে জামাল সিকদার ও তার ছেলেরা সেলিমকে বেধম মারধর করেছে। খবর পেয়ে তিনি (সালাম) ও তার স্বজন ইলিয়াস সরদার ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত জাবেদ সেলিমকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামাল সিকদারের ছেলে সাইদ সিকদার জানান, সেলিম ও তার লোকজন অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করেছেন। প্রতিবাদ করার কারণে হামলা চালানো হয়। এতে তিনি (সাইদ), তার বাবা জামাল সিকদার, ভাই শাহাদাত সিকদার ও হেলপার রাহাত ঘরামী আহত হন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালের মধ্যে হামলা ও সংঘর্ষ চলাকালীন তাৎক্ষনিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনকে জানিয়ে সবধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম মিজান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর