
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠনের হয়ে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন। তবে গ্রেপ্তারকৃত বাকি আসামিদের নাম-পরিচয় ও তাদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশ প্রকাশ করেনি। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ওমর ফারুক সুমন নওগাঁ-৬ আসন থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এম এ রাজ্জাক/এমবি