Logo

সারাদেশ

‘দেশকে ইজারা মুক্ত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই’

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৩

‘দেশকে ইজারা মুক্ত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেছেন, ‘গত ৫৪ বছর ধরে অনেকেই মনে করতেন তারা দেশ ইজারা পেয়েছেন। এটা তাদের বাবার দেশ। ইজারা থেকে দেশকে মুক্ত করার জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। যারা পিআর পদ্ধতি মানেন না, তারা দেশকে পুরনো কায়দায় বাবার দেশে পরিণত করতে চায়। সেটি হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন সমাজ গড়া এবং সৎ, খোদাভীরু, তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। শহীদ নেতৃবৃন্দ ও ছাত্র-জনতার রক্তের বদৌলতে দূর্নীতি, চাঁদাবাজি, লুটপাট ও দখলবাজমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) পৌর শহরে জামায়াতের উদ্যোগে নির্বাচনে পিআর পদ্ধতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর দাগনভুঞা পৌর আমির মাওলানা কামরুল আহসান।

সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা পেশাজীবী সম্পাদক আবু বকর সিদ্দিক মানিক, সাবেক উপজেলা আমির এএসএম নুর নবী দুলাল, বর্তমান আমির গাজী সালাহ উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন সাপুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল আরেফিন, সিন্দুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুর রহিম, সাবেক ব্যাংকার মফিজুর রহমান, দাগনভুঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আল মাহমুদ হাজারী, গণমাধ্যম কর্মী ফখরুল ইসলাম ও দাগনভুঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম।

মুফতি আবদুল হান্নান আরও বলেন, ‘বিগত ১৫ বছরে চরম জুলুম-নির্যাতনের বিনিময়ে দেশের সকল প্রান্ত থেকে আওয়াজ উঠেছে যে জামায়াতে ইসলামীর হাতে দেশ নিরাপদ। ব্যাপকভাবে দাওয়াতি ও সামাজিক কাজের মাধ্যমে জনমত গড়তে হবে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবার সন্ত্রাসের রাজত্ব দেওয়া হবে না। তরুণরা ডাকসু-জাকসুতে ছাত্রশিবিরকে যেভাবে বিজয়ী করেছে, সেভাবে আগামীদিনে জনগণ জামায়াতের পক্ষে রায় দেবে।’

এম. এমরান পাটোয়ারী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর