Logo

সারাদেশ

নওগাঁয় একদিনে মাদরাসাছাত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৮:১০

নওগাঁয় একদিনে মাদরাসাছাত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নওগাঁর তিনটি উপজেলায় একদিনে স্কুলছাত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুজনকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যাওয়ায়। পুলিশ এ ঘটনাগুলোকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পোরশা, সাপাহার ও রানীনগর উপজেলায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত লাশের বিবরণ হলো- 

পোরশা উপজেলায় একটি আমবাগান থেকে সুমাইয়া আকতার (৮) নামে এক মাদরাসাছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়। পোরশা থানার ওসি মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সাপাহার উপজেলায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানি থেকে নুরুল ইসলাম (৭৩) নামে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। সাপাহার থানার ওসি আব্দুল আজিজ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন।

এছাড়া রানীনগর উপজেলায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত তিনটি লাশেরই ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রতিটি ঘটনার রহস্য উদঘাটনে জোর তদন্ত চলছে।

এম এ রাজ্জাক/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর