আলফাডাঙ্গায় বিশ্ব ডাক দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৯

‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা পোস্ট অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পোস্ট অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডাক বিভাগ দেশের একটি প্রাচীন যোগাযোগ মাধ্যম। যুগের পর যুগ পেরিয়ে আজও মানুষের আস্থার প্রতীক হয়ে সেবা দিয়ে যাচ্ছে এ বিভাগ। বর্তমানে শহর থেকে গ্রাম পর্যন্ত পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় মানুষের আগ্রহ বেড়েছে। ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিসসহ নানামুখী আধুনিক সেবার মাধ্যমে ডাক বিভাগ জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. সহিদুজ্জামান, সিনিয়র পোস্টম্যান মো. ইয়ার আলী সিদ্দিকী, পোস্টম্যান মোস্তাফিজুর রহমান, পোস্টম্যান জিয়াউর রহমান, রানার আবু বক্কর মিয়া ও অফিস সহায়ক শাহনাজ মুক্তাসহ ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/এমবি