Logo

সারাদেশ

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি সর্বজনীন দল : প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৯:২১

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি সর্বজনীন দল : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি সকলের জন্য কল্যাণকর তথা সর্বজনীন দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে সমাজে শান্তি ও নৈতিকতা বিস্তার ঘটাতে চায়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুর্গা ও লক্ষীপূজা-পরবর্তী এ পুনর্মিলনীর আয়োজন করেন। অনুষ্ঠানে হালুয়াঘাটের হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা, ইউনিয়ন ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। গতকাল হালুয়াঘাটেও তিনি একই ধরনের পুনর্মিলনীর আয়োজন করে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতাকর্মীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আড্ডা, গান, আবৃত্তি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জমজমাট এ আয়োজন যেন হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় রূপ নেয়। ধোবাউড়ার ইতিহাসে প্রথম এমন আয়োজন করায় অতিথিরা এমরান সালেহ প্রিন্সকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়, এটাই আমাদের জাতীয় ঐতিহ্য। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন।

তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। এতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হলেও সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি কোনো ধর্ম বা সম্প্রদায়কে রাজনৈতিক কারণে ব্যবহার করে না বরং সকল ধর্ম-বর্ণের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে জাতি গঠনে সম্পৃক্ত করতে চায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন বক্তব্য রাখেন। সনাতনী সম্প্রদায়ের নেতাদের মধ্যে সুভাষ সাহা, নারায়ণ হাজং, মিনতী শীল, আশীষ সাহা ও বিপুল চন্দ্র সেন।

এছাড়া বিকেলে ধোবাউড়ার গামারীতলা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে যোগ দিয়ে এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের প্রতি গ্রামে ছোট ছোট টিম গঠন করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করার আহ্বান জানান। তিনি কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ ও মাদরাসায় পৃথক সম্মেলনে জনগণের সামনে তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরার আহ্বান জানান।

‎উমর ফারুক আকাশ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর