কুমিল্লার ভূচ্চি বাজারে হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৯:৩৫
কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে হামলার ঘটনায় প্রধান আসামি ও মাদক মামলার আসামি মামুনুর রশীদ রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত ৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার ভূচ্চি বাজারে আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী ভাড়া তুলতে গেলে স্থানীয় মামুনুর রশীদ রাজু, ইব্রাহিম খলিল সুজন, সাহিদ ও হারুনুর রশিদসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় মাঈনুদ্দিন চিশতীকে বাঁচাতে এগিয়ে গেলে মিজানুর রহমান জাকির, আরিফুর রহমান ও মোস্তফা কামাল গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
মামলার বাদী মাঈনুদ্দিন চিশতী বলেন, ‘বিবাদীরা আমাদের ওপর হামলা চালানোর পর লালমাই থানা পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করেছে। আমরা আশা করছি, বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।’
এ বিষয়ে লালমাই থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে ২০২২ সালে একটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

