লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২০:১৮

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক। ছবি : বাংলাদেশের খবর
ভোলার লালমোহনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর থেকে বিকেল পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার ট্রলার ও প্রায় ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
পরে বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। অপর ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও মাদরাসায়। জব্দকৃত ট্রলার দুটি নিলামের জন্য মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।
এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, অফিস সহকারী আব্বাছ উদ্দিন ফরাজী, ক্ষেত্র সহকারী মো. সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শাহ আজিজ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলছে। এ সময় কেউ নিয়ম ভঙ্গ করে নদীতে মাছ শিকারে নামলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা কঠোর অবস্থানে আছি।
মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমবি