Logo

সারাদেশ

ইতালিতে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২০:৩৬

ইতালিতে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী আজগর মন্টু (৪২) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী আজগর মন্টু (৪২) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে ইতালির রাজধানী রোমের সানকামেল্ল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলী আজগর মন্টু ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বড় ভাই। তার দুই ছেলে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে ইতালিতে যান মন্টু। সেখানে ব্যবসা করতেন তিনি। এক বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার ইতালিতে ফিরে যান। গত ২২ সেপ্টেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রোমের সানকামেল্ল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ ব্রেন স্ট্রোক করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুরু থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় কোমায় ছিলেন।

তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু। তিনি জানান, তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দেশে আনা সম্ভব হবে।

মিয়া রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর