Logo

সারাদেশ

নানা আয়োজনে এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৮

নানা আয়োজনে এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে খ্যাতনামা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। 

শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে তার আত্মার মাগফেরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের জন্য আর্টক্যাম্প, চিত্রকর্ম প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং শিল্পীর জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা রাজমিস্ত্রি মেছের আলীর প্রভাব এবং স্থানীয় নান্দনিক পরিবেশে তার চিত্রকর্মের সূক্ষ্ম প্রতিভা বিকশিত হয়।

শিল্পী সুলতান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তানসহ বিভিন্ন দেশে সফর করেন এবং খ্যাতনামা চিত্রকরদের সঙ্গে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়। ১৯৫৫-৫৬ সালে মাটির টানে দেশে ফিরে তিনি নড়াইলের মাছিমদিয়ায় ফাইন আর্ট স্কুল ও শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ‘শিশুস্বর্গ’ প্রতিষ্ঠা করেন। ১৯৯২ সালে নিজ উদ্যোগে ৬০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’ নৌকা তৈরি করেন, যেখানে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন শিক্ষা দিতেন।

শিল্পী সুলতানের প্রধান বিষয়বস্তু ছিল বাংলার কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঠ, নদী, হাওর, জঙ্গল, বাঁওড় ও সবুজ প্রান্তর। তার শিল্পকর্ম ভারতের সিমলা, পাকিস্তানের লাহোর ও করাচি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন ও মিশিগান বিশ্ববিদ্যালয়, লন্ডন এবং ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শিত হয়েছে।

সুলতানের আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল পশু-পাখি পালন এবং বাঁশি বাজানো। তিনি পুষতেন সাপ, ভল্লুক, বানর, খরগোশ, ময়না, গিনিপিক, ষাড়সহ নানা প্রাণী।

শিল্পী এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননায় ভূষিত হন। তার স্মৃতিকে ধরে রাখতে নড়াইলে তার নিজ বাড়িতে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা নির্মিত হয়েছে।

শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর দীর্ঘদিনের শ্বাসকষ্টে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং নড়াইলের নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।

কৃপা বিশ্বাস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর