
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়ায় সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে। বিজিবি উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে পালিয়েছে মাদক চোরাকারবারিরা।
শুক্রবার (১০ অক্টোবর) ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনীর ৪ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে চম্পকনগর বিওপির বিজিবি সদস্যরা টহলকারী দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারি ১৪টি পেকেটে ৪০ কেজি গাঁজা রেখে পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা গাঁজা জব্দ করে।
ফেনীর ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ভোরে বিজিবি টহল জোরদার থাকায় মাদক চোরাকারবারিরা গাঁজা ফেলে পালিয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এম. এমরান পাটোয়ারী/এমবি