মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল, সম্পাদক সুমন

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৫:৫৬

মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল, সম্পাদক সুমন। ছবি : বাংলাদেশের খবর
মাগুরায় প্রথমবারের মতো সদস্যদের সরাসরি ভোটে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ হোসেন পেয়েছেন ২৭১ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনজুম হাসান সুমন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হাসান খান ১৭৭ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী মাজহারুল হক উৎপল এবং ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উজ্জ্বল হোসাইন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকা মাগুরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব সহকারী অধ্যাপক শাহজাহান মৃধা বাবলু। এর আগে বুধবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা আদর্শ কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনটি পদে এ নির্বাচন হয়। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৭১ জন করে মোট ৬৩৯ জন সদস্য ভোটার ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, এমন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে পৌর বিএনপির সম্মেলন আগে কখনো হয়নি। এবার প্রায় শতভাগ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এর আগে একই প্রক্রিয়ায় প্রতিটি ওয়ার্ডেও সফলভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান বলেন, এ নির্বাচন প্রমাণ করেছে বিএনপি এখনো তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী একটি সংগঠন। এ নির্বাচনের মাধ্যমে মাগুরা পৌর বিএনপিতে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।
তাছিন জামান/এমবি