মা-মেয়েকে হত্যার পর ৩০ ভরি স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৬:২০

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ৩০ ভরি স্বর্ণালংকার লুট। ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুরের রামগঞ্জে চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসা থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (১০ অক্টোবর) রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তাদের মেয়ে তানহা আক্তার মীম (১৯)। রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মীম।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির পুরুষরা বাজারে ছিলেন। মা ও মেয়ে একা থাকায় দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে তাদের জবাই করে হত্যা করেছে। পরে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। মেঝেতে রক্ত ছড়িয়ে ছিল। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। দুর্বৃত্তরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
মোস্তাফিজুর রহমান টিপু/এমবি