Logo

সারাদেশ

লালমোহনে নৌবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৮:৩৮

লালমোহনে নৌবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মো. হানিফ মিয়া (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা। 

শুক্রবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে অভিযান চালিয়ে ভাতের হোটেলের মালিক ও চিহ্নিত মাদক কারবারি মো. হানিফ মিয়াকে আটক করা হয়। এ সময় তার হোটেলে তল্লাশি চালিয়ে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। আটক হানিফ মিয়া গজারিয়া পূর্ব বাজারের ‘মায়ের দোয়া’ নামে একটি ভাতের হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, নৌবাহিনী এক মাদক কারবারিকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এরপর দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে।

মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর