
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইয়াকিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সেজিয়া গ্রামের তালবাগান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকিম ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ইয়াকিম বাড়ির পাশের পুকুরে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ শুরু করে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এম বুরহান উদ্দীন/এমবি