Logo

সারাদেশ

বরিশালে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৯:৩৭

বরিশালে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

বরিশালে বিয়ের তিন মাসের মাথায় লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নগরীর উত্তর আমানতগঞ্জের বেলতলা বাজার এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লামিয়া আক্তার সরকারি বরিশাল কলেজের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাদশার মায়ের গলির বাসিন্দা বেলায়েত খানের মেয়ে। প্রায় তিন মাস আগে তার বিয়ে হয় বেলতলা এলাকার কলেজশিক্ষার্থী মো. সিয়ামের সঙ্গে।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে লামিয়ার অসুস্থতার খবর পেয়ে তার বাবা বেলায়েত খান মেয়ের শ্বশুরবাড়িতে গেলে ঘরের ভেতরে মেয়ের নিথর দেহ দেখতে পান।

লামিয়ার বাবা অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করা হতো। রাতে অসুস্থতার খবর দিয়ে ডাকা হলেও গিয়ে দেখি, মেয়েটা আর বেঁচে নেই।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে দুই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকেই লামিয়ার স্বামী মো. সিয়ামসহ শ্বশুরবাড়ির সদস্যরা আত্মগোপনে চলে গেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গাজী আরিফুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর