Logo

সারাদেশ

গাজীপুরে ৪ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৯:৫৫

গাজীপুরে ৪ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার হিমারদিঘী আমতলী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ হাজেরা আক্তার (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন।

গ্রেপ্তার হাজেরা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বড় লোহাগড়া এলাকার আজাদ মিয়ার মেয়ে।

এ বিষয়ে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাজেরা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে টঙ্গী হিমারদিঘী আমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিকে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

কাজী মো. আব্দুল মান্নান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর