
বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজার দশমীর রাতে মদ্যপানের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মিজানুর রহমান (৫০), নাসিমুল ইসলাম (২৭), আবদুল মানিক (২৫) ও আল কাফি (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া এলাকায় দুর্গাপূজার দশমীর রাতে মদ্যপানে অংশ নেন মিজানুর, নাসিমুল, মানিক, কাফি ও রঞ্জু মিয়া (২৮)। মদ্যপানের পর সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে গত ৭ অক্টোবর মারা যান মিজানুর রহমান। পরদিন রাতে মারা যান নাসিমুল ইসলাম। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আবদুল মানিক ও আল কাফির মৃত্যু হয়। বর্তমানে রঞ্জু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ ও ব্যবহৃত মদের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুয়েল হাসান/এমবি