Logo

সারাদেশ

প্রতিমা কাণ্ডে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২০:২৩

প্রতিমা কাণ্ডে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় প্রতিমা কাণ্ডে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়া বাজার এলাকায় অবস্থিত ‘বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র’ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো আছে এবং আরও ভালো হবে। দুর্গাপূজায় প্রতিমা কাণ্ডে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সংঘটিত বিভিন্ন অপরাধে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের ইন্ধন রয়েছে বলে জানান তিনি।

দুর্গাপূজা সংক্রান্ত এ ধরনের অপকর্মে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপদেষ্টাকে সেইফ এক্সিট বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর