রেলওয়ের আশ্বাস প্রত্যাখ্যান, সিলেটে রেলপথ অবরোধের ডাক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৫

সিলেট বিভাগের রেলপথ নিয়ে চলমান আন্দোলন সমাধানের লক্ষ্যে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে বৈঠকে ৮ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ের দেওয়া আশ্বাস প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। বরং বৈঠক শেষে তারা আগামী ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। বৈঠকের পরপরই আন্দোলনকারীরা কুলাউড়া স্টেশন প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকান। তখন রেলওয়ের জিআরএম মো. মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন, ১৫ দিনের মধ্যে বৈঠক ডেকে সমাধানের চেষ্টা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলনকারীরা সেদিন ট্রেন চলাচল স্বাভাবিক করেন।
প্রতিশ্রুতি অনুযায়ী রেলওয়ের জিআরএম মহিউদ্দিন আরিফের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে বৈঠকে বসে। আন্দোলনকারীদের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।
বৈঠক শেষে সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই সাংবাদিকদের জানান, রেলওয়ে কর্মকর্তারা বাস্তবসম্মত কোনো পদক্ষেপ না নিয়ে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এই প্রতিশ্রুতি তারা প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ করা হবে। ওইদিন সিলেটবাসীকে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
এআরএস