ছবি : বাংলাদেশের খবর
শেরপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের নাম মো. বাচ্চু মিয়া (৪৫)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত নাজিম উদ্দিনের ছেলে।
শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, বাচ্চু মিয়া তিন মাস আগে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। শুক্রবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহরিয়ার শাকির/এআরএস


