Logo

সারাদেশ

কালীগঞ্জে অ্যানথ্রাক্স প্রতিরোধে উঠান বৈঠক

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:১৭

কালীগঞ্জে অ্যানথ্রাক্স প্রতিরোধে উঠান বৈঠক

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অ্যানথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার বিভিন্ন হাট-বাজারের মাংস ব্যবসায়ী, খামারি ও সাধারণ পশুপালকদের অংশগ্রহণে এ সভা হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌসুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. জাহেদুল ইসলাম জাহিদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অ্যানথ্রাক্স একটি সংক্রামক রোগ, যা পশু থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এ রোগ প্রতিরোধে সময়মতো গবাদিপশুর টিকা দেওয়া, মৃত পশু সঠিকভাবে পুঁতে ফেলা এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তারা।

সভায় অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় খামারিরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, নিয়মিত এ ধরনের উঠান বৈঠক হলে তারা আরও সচেতন ও সতর্ক হতে পারবেন।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর