Logo

সারাদেশ

টানা অভিযানে ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:২১

টানা অভিযানে ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত

ছবি : বাংলাদেশের খবর

টানা পাঁচ দিনের উচ্ছেদ অভিযানে ফেনী শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। শহরের প্রধান সড়ক ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, মহিপাল, কুমিল্লা বাসস্ট্যান্ড, কলেজ রোড, মিজান রোডসহ অলিগলিতে অস্থায়ী দোকানপাট ও ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে হওয়া এ অভিযানে পথচারী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসানোয় পথচারীরা ভোগান্তির শিকার হন। সোমবার থেকে পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়। প্রথমে অস্থায়ী দোকান, সাইনবোর্ড ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। পরদিন থেকে জেলা প্রশাসন ও পৌরসভা যুক্ত হয় অভিযানে। পুনরায় বসা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহীম বলেন, ‘শহরের সবচেয়ে বড় সমস্যা যানজট। এ সমস্যা সমাধানে অভিযান হচ্ছে, তবে ফেরিওয়ালারা দোকানদারের কাছ থেকে ভাড়া দেওয়ায় প্রশাসন চলে গেলে আবার বসে। দোকানদারকে জরিমানা করা ছাড়া এর সমাধান নেই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ বলেন, ‘দীর্ঘদিনের বিশৃঙ্খলা কমাতে অভিযানে মানুষ স্বস্তি পেয়েছে। এজন্য পুলিশ প্রশাসন ও পৌরসভাকে ধন্যবাদ জানাই।’

স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল বলেন, ‘যানজট নিরসনে পুলিশের পাশাপাশি পৌর প্রশাসক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাদের উদ্যোগকে স্বাগত জানাই। তবে এ ধারা অব্যাহত রাখতে হবে।’

পথচারীরাও একই দাবি জানিয়েছেন। তারা বলেন, অভিযান চলমান রাখতে হবে, নইলে পুরোনো অবস্থায় ফিরে যাবে শহর।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা জেলা প্রশাসন ও পৌরসভাকে সঙ্গে নিয়ে অবৈধ দখলমুক্ত করতে কাজ করছি। গ্যাস লাইন ও হোটেলের রান্নার জায়গাসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।’

ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘উচ্ছেদ কার্যক্রম বেগবান করতে আমরা কাজ করছি। তবে নাগরিকদের সদিচ্ছা ও সহযোগিতাও জরুরি।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যানজট জনদুর্ভোগ ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর