Logo

সারাদেশ

মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি মামুন–সম্পাদক আনোয়ার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৩১

মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি মামুন–সম্পাদক আনোয়ার

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে আত্মপ্রকাশ করেছে ২১ সদস্য বিশিষ্ট ‘মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব’। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি মো. মামুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির শিবালয় প্রতিনিধি আনোয়ার হোসেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ইউকে বিচ রিসোর্টে আয়োজিত ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে দুই বছর মেয়াদি (২০২৫–২০২৭) এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের অন্য পদগুলোতে রয়েছেন— সহসভাপতি চ্যানেল আইয়ের আতাউর সিকদার ও দৈনিক নতুন দেশের জাহিদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ঢাকার ডাকের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক দৈনিক আজকের প্রত্যাশার জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরার শাহাদুর রহমান সুজন, অর্থ সম্পাদক ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান সেন্টু, ক্রীড়া সম্পাদক এশিয়ান টিভির সাটুরিয়া প্রতিনিধি মো. আবু বক্কর সিদ্দিক এবং সাংস্কৃতিক সম্পাদক মুভি বাংলা টেলিভিশনের মো. আমিনুর ইসলাম।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. মামুন মিয়া বলেন, ‘সাংবাদিকতা মহান পেশা। জনগণের সেবায় এ পেশাকে নিয়োজিত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকতে এবং সাংবাদিকদের ওপর হামলা ও মামলার ঘটনায় সহযোগিতা করতে এই রিপোর্টার্স ক্লাব কাজ করবে।’

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর