Logo

সারাদেশ

গোপালগঞ্জে সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সারমাত আর নেই

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৩৫

গোপালগঞ্জে সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সারমাত আর নেই

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জের এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সারমাত (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকেল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের খ্রিস্টানপাড়ায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, ছয় ভাই, চার বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার বাদ জোহর গোপালগঞ্জ এসকে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, মহাসচিব শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব আরিফুল হক আরিফ, দপ্তর সম্পাদক পলাশ সিকদার, জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির আজমল হোসেন সরদার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি নেতা ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটনসহ গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর