Logo

সারাদেশ

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে হাজারো মানুষ

‘কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:১৫

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে হাজারো মানুষ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। তারা ঘোষণা দিয়েছেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়া পূবালী চত্বরে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসমাবেশ। জেলার ১৭টি উপজেলা থেকে মানুষ দলে দলে ভিড় করেন ঐতিহাসিক পূবালী চত্বরে।

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। সমাবেশে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার বছরের ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ এই কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে পৌঁছায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। তাই কুমিল্লা বিভাগ গঠন এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী কুমিল্লা বিভাগ অবশ্যই ‘কুমিল্লা’ নামেই বাস্তবায়ন করতে হবে। যেসব জেলা থাকতে চায় না, তাদের বাদ দিয়েও কুমিল্লা বিভাগ গঠন সম্ভব।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা সিটি কর্পোরেশন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর