Logo

সারাদেশ

কুমিল্লা জামায়াতের গণমিছিল : পিআর পদ্ধতি ও বিভাগ ঘোষণা দাবি

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৩০

কুমিল্লা জামায়াতের গণমিছিল : পিআর পদ্ধতি ও বিভাগ ঘোষণা দাবি

ছবি : বাংলাদেশের খবর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রবর্তন এবং কুমিল্লাকে বিভাগ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াত শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল ও সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশ বিকেল সাড়ে ৪টায় নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টমচমব্রীজ মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের পরিচালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এতে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে এবং অধিকসংখ্যক ভোট কাস্ট হবে। তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।

বক্তারা স্বৈরশাসকের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান এবং নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ (‘লেভেল প্লেয়িং ফিল্ড’) নিশ্চিত না হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। পাশাপাশি অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণারও দাবি জানানো হয়।

গণমিছিলে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামারুজ্জামান সোহেল, কাউন্সিল সদস্য মোশাররফ হোসাইন, নাছির আহ্মেদ মোল্লা, মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহ্মেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম, মহানগর ছাত্রশিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত প্রমুখ অংশ নেন। এছাড়া মহানগর জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার’, ‘পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে দিয়ে দাও’, ‘জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা’—এমন নানা স্লোগান দেন।

সমাবেশের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।’

শেষে তিনি কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের জনগণকে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর