Logo

সারাদেশ

ধোবাউড়ায় নিজস্ব অর্থায়নে নির্মিত কাঠের সেতু উদ্বোধন করলেন প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৩৬

ধোবাউড়ায় নিজস্ব অর্থায়নে নির্মিত কাঠের সেতু উদ্বোধন করলেন প্রিন্স

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের নিভৃত পাতাম গ্রামে হাড়িয়া ডুবি নদীর ওপর দুটি কাঠের পায়ে হাঁটার সেতু উদ্বোধন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি নিজস্ব অর্থায়নে নির্মিত সেতুগুলো উদ্বোধন করেন।

শুক্রবার (১০ অক্টোবর) গ্রামবাসীর উল্লাসের মধ্য দিয়ে তিনি ফিতা কেটে সেতু উদ্বোধন করেন এবং উপস্থিত গ্রামবাসী ও নেতাকর্মীদের সঙ্গে সেতুর ওপর দিয়ে হেঁটে খাল পার হন। এছাড়াও তিনি পাতাম মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সেতু না থাকায় স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা নিরসনের উদ্দেশ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমরান সালেহ প্রিন্স এই দুটি কাঠের সেতু নির্মাণ করেন। পরে তিনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সম্মেলন উপলক্ষে পাতাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জনসমাবেশে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ পরিচালনায় একমাত্র বিএনপিই দক্ষ, যোগ্য এবং বাস্তবসম্মত গণমুখী পরিকল্পনা নিয়ে জনগণের পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো সমস্যায় বিএনপি নেতাকর্মীরা সর্বদা এগিয়ে এসেছে। অধিকারহারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হালুয়াঘাট ও ধোবাউড়াবাসীর দুঃখ মোচন করে জনগণের মুখে হাসি ফুটানো হবে, শান্তি, সম্প্রীতি ও কর্মমুখর আলোকিত জনপদ গড়ে তোলা হবে। ধানের শীষে ভোট দিলে দেশ গড়বে। আমাদের প্রচারণা ভোটের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।’

পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলায়মান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে ধোবাউড়া উপজেলা বিএনপির নেতা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ৫ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলছিল।

উমর ফারুক আকাশ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর