Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে চার দাবিতে এনসিপির ৩৬’র লালযাত্রা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪২

নারায়ণগঞ্জে চার দাবিতে এনসিপির ৩৬’র লালযাত্রা

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদ নির্বাচন এই চার দাবিতে নারায়ণগঞ্জ শহরে ‘৩৬’র লালযাত্রা’ আয়োজন করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের মন্ডলপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

মিছিলে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু। তিনি বলেন, ‘৩৬’র লালযাত্রা নামে আমরা আরেকটি যাত্রা শুরু করেছি। নির্বাচনের আগে আমাদের এই চার দাবির বাস্তবায়ন জরুরি। তা না হলে নতুন বাংলাদেশের গঠন সম্ভব হবে না। এই দাবির বাস্তবায়নের পরই সিদ্ধান্ত হবে আমরা নির্বাচনে অংশ নেবো কিনা।’

তিনি আরও বলেন, ‘৫ তারিখ পরবর্তী সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি দেখছি। বড় দলগুলোর কর্মকান্ডে নতুন বাংলাদেশের আশা-আকাঙ্খার বাস্তবায়ন হচ্ছে না।’

মিছিলে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর