Logo

সারাদেশ

তাহিরপুরে অদ্বৈত জন্মধাম কমিটি গঠন স্থগিত, সভায় হাতাহাতি

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৭

তাহিরপুরে অদ্বৈত জন্মধাম কমিটি গঠন স্থগিত, সভায় হাতাহাতি

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুরে অদ্বৈত জন্মধাম (পনতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত সাধারণ সভায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি সংঘটিত হওয়ায় কমিটি গঠন স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি-রাজারগাঁও গ্রামে মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় একঘণ্টা স্থায়ী উত্তেজনার পর স্থানীয়রা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সভায় মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় দুই পক্ষের মধ্যে তর্কের কারণ হিসেবে হিন্দু কল্যাণ ট্রাস্টের অর্থ পরিচালনা ও রাজনৈতিক সমর্থন নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

মন্দির কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা মন্দির ও সম্প্রদায়ের কল্যাণ চায় না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর