আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:৫১
-68e9fe847dbfc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার আশুলিয়ায় একটি বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।
পূর্বদিন শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী ওই বাড়ির ম্যানেজার ছিলেন।
আহতরা হলেন সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) এবং শিশু মো. রোহান (৭)। ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, সুইপার ইমান আলীর অবস্থা গুরুত্বর। বাকি আহতরা ওই বাড়ির ভাড়া কক্ষে থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে বাড়ির দুইটি সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য সুইপারকে আনা হয়। এক ট্যাংক পরিষ্কার করার পর অন্যটি পরিস্কার করতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে সেফটি ট্যাংকের ঢাকনা ভেঙ্গে বাড়ির টিনে লেগে যায় এবং নিচের পাটাতন ও দেয়ালের কিছু অংশ ধ্বংস হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের প্রনব চৌধুরী বলেন, ‘রাত ২টা ১৫ মিনিটে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।’
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
হাসান ভূইয়া/এআরএস