Logo

সারাদেশ

টেকনাফে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:৫৬

টেকনাফে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তবে এ সময় চার অপহরণকারী কৌশলে পালিয়ে গেছে।

সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ১০ অক্টোবর সকালে অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে আসা তিনজন ভিকটিমের অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা ও লেঙ্গুরবিল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করে সিপিসি-১, টেকনাফ র‌্যাব-১৫ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় চারজন অপহরণকারী পালিয়ে যায়। তাদের ধরতে র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন আক্তার হোসেন (৩৪), জাফর আলমের পুত্র, হাতিয়ার ঘোনা, টেকনাফ; মো. হামিম (২১), মো. কাছিমের পুত্র, উখিয়া কতুপালং রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্প; এবং মো. আরাফাত উল্লাহ (২৬), আব্দুর রহমানের পুত্র, বালুখালি রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্প।

ভিকটিম মো. মেহেরাজ উদ্দিন (১৯) টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার অনুযায়ী, এ চক্র ভিকটিমদেরকে মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে টেকনাফে আনে। পরে ভিকটিমরা বুঝতে পেরে ধস্তাধস্তি করে পালিয়ে সিপিসি-১ কার্যালয়ে আশ্রয় প্রার্থনা করে।

র‌্যাব-১৫ আরও জানিয়েছে, তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ, অপহরণ, মানবপাচার, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে অপহরণ ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে র‌্যাব-১৫।

ইব্রাহীম মাহমুদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার অপহরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর