কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৩:০৪
আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১৩:২২
-68ea05b14de3a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে জুথি (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মরদেহটি দেখে কুষ্টিয়া মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জুথি কুষ্টিয়া শহরের পিয়ারাতলার বাচ্চুর মেয়ে।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় একটি বাটন, মোবাইল ও পায়ের স্যান্ডেলও পাওয়া গেছে। প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে—এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালেই স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেয় এবং পুলিশ এসে তা উদ্ধার করে।
আকরামুজ্জামান আরিফ/এআরএস