দাগনভূঞায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৩:১৭
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর দাগনভূঞায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৭টি স্কুলের সহস্রাধিক কোমলমতি শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়সহ তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন করেন ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট ও সাপ্তাহিক কলকণ্ঠ পত্রিকার সম্পাদক শহীদুল আলম ইমরান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ ২৪-এর ফেনী প্রতিনিধি ইয়াসিন সুমন, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, গৌতমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাউদুল ইসলাম, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক স্টার লাইন পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি এম.এম রহমান সোহেল, নাগরিক টিভির প্রতিনিধি নূর হোসেন ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা।
পরিদর্শনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রে পুরো এলাকা ছিল উৎসবমুখর। শিশুদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করাই এ বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।
শিক্ষক দাউদুল ইসলাম বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিশুদের পড়ালেখার আগ্রহ বাড়িয়ে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।’
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, ‘বিগত কয়েক বছর ধরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিবছর অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা আয়োজকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস

