Logo

সারাদেশ

বগুড়ায় নদীতে গোসলে নেমে ২ বন্ধু নিখোঁজ, একজন জীবিত উদ্ধার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৪:৩৮

বগুড়ায় নদীতে গোসলে নেমে ২ বন্ধু নিখোঁজ, একজন জীবিত উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে গোসলে নেমে দুই বন্ধুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরে একজনকে জীবিত উদ্ধার করা হলেও হৃদয় (১৭) নামে অপর এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে। 

হৃদয়ের খোঁজে আহাজারিতে ভেঙে পড়েছেন স্বজনরা, শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমাননগর এলাকায় করতোয়া নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় হাসান, নিরব ও সৌরভ নামের তিন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে যায়। এ সময় তারা নদী পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ স্রোতের তোড়ে দুইজন তলিয়ে যায়। সৌরভ কোনোভাবে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হৃদয় এখনো নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে হৃদয়ের বোন ভাইকে খুঁজছেন, বাবা-মা সন্তানের সন্ধানে ব্যস্ত। নদীপাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এখনো নিখোঁজ হৃদয়ের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সৌরভ বলেন, নিরব সাঁতার জানত না, কিন্তু হৃদয় জানত। তবুও স্রোতে ভেসে গেছে। আমি নিরবকে উদ্ধার করতে পেরেছি।

শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইনস্পেক্টর নুরুল ইসলাম বলেন, উদ্ধারের চেষ্টা চলছে। রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল আনার জন্য খবর দেওয়া হয়েছে।

  • মো. আব্দুল ওয়াদুদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর