Logo

সারাদেশ

পটুয়াখালীতে র‌্যাবের মিনিবাস-বাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩০

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৪:৫৪

পটুয়াখালীতে র‌্যাবের মিনিবাস-বাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩০

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় র‌্যাবের মিনিবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

নিহতরা হলেন—শিশু পিয়াম (২), র‌্যাবের মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) এবং আফরোজা (৩৫) নামে এক নারী।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল।

অন্যদিকে, র‌্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে আসার পথে ফতুল্লা এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। এএসআই আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর