Logo

সারাদেশ

কুমিল্লায় ইসলামী ব্যাংকে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

Icon

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৪:৫৪

কুমিল্লায় ইসলামী ব্যাংকে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

ছবি : সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে ইসলামী ব্যাংক পিএলসি'র এজেন্ট ব্যাংকিং আউটলেটের মূল ফটকের তালা ভেঙে ভল্ট থেকে টাকা চুরির চেষ্টা চালিয়েছে এক অজ্ঞাত চোর। 

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে। ব্যাংকের সিসিটিভি ফুটেজে চুরির চেষ্টার সেই চিত্র ধরা পড়ে।

চুরির বিষয়টি নিশ্চিত করে এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ মো. ওয়ালি উল্লাহ সাংবাদিকদের জানান, ভূশ্চি বাজার বড় মসজিদসংলগ্ন মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটটি অবস্থিত। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্ধারিত সময়ে ব্যাংক বন্ধ করে চলে যাই। পরদিন শুক্রবার বিকেল ৩টার দিকে বাজারের এক ব্যবসায়ী আমাকে ফোন করে জানায়, ব্যাংকের মূল দরজার তালা ভাঙা। খবর পেয়ে দ্রুত ব্যাংকে এসে দেখি দরজার তালা ভাঙা, ভেতরের সাতটি ড্রয়ার ও অভিযোগ বক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। সিসিটিভি ক্যামেরার অবস্থান পরিবর্তন করে দিয়েছে এবং ব্যাংকের কাগজপত্রগুলো এলোমেলো করে রেখেছে।

তবে ব্যাংকের টাকা রাখার মূল ভল্টটি ভাঙতে পারেনি চোর। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়নি। ভল্টের পাশে থাকা একটি রড দিয়ে চোর ভল্ট ভাঙার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্য একটি ক্যাশ থেকে সামান্য কিছু টাকা খোয়া গেছে। অনুমান করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তাদের পরামর্শে মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ বলেন, লালমাইয়ে এই প্রথম কোনো ব্যাংকে চুরির ঘটনা ঘটলো। এই ঘটনায় পুলিশ প্রশাসন যেমন দায় এড়াতে পারে না, তেমনি বাজার কমিটিও দায়মুক্ত নয়। আওয়ামী লীগ সরকার পতনের পর ভূশ্চি বাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে।

ভূশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদশর্ক আমিনুর রহমান জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংকের বড় কোনো ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা চলছে।

  • কাজী মাসুদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর