পাঁচ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতের মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৫:০৯
-68ea1ee16e826.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বক্তব্য দেন নীলফামারী পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদিম, রাজনৈতিক সম্পাদক মনিরুজ্জামান মন্টু, সহকারী সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ, খেলাফত মজলিসের সভাপতি সালাম হোসেন এবং জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রমুখ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম। সভাটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘যে পাঁচটি দাবিতে আমরা আন্দোলন করছি, তার অন্যতম হলো পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের (উভয় কক্ষে) আয়োজন করা। এতে সব দলের প্রতিনিধিত্ব থাকবে, বৈষম্য কমবে এবং স্বৈরতন্ত্রের উদ্ভব হবে না। এতে দেশের প্রতিটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’
তিনি আরও বলেন, ‘দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, সাধারণ মানুষও এই পদ্ধতিকে সমর্থন করছে।’
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম জানান, পাঁচ দফা দাবির বাস্তবায়নে সারাদেশে ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচি চলছে।
আগামীকাল রোববার (১২ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে। তিনি বলেন, ‘তৃণমূলে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ, আমাদের জয় নিশ্চিত।’
তৈয়ব আলী সরকার/এআরএস